KOLKATA WEATHER
এক ঝলকেউত্তরবঙ্গদঃ দিনাজপুর

পুলিশের জন্য সেফ হোম চালু

বালুরঘাট, ১৫ই অগস্ট: করোনা যুদ্ধে সামনে থেকে লড়ছেন তাঁরা। করোনায় আক্রান্তও হয়েছেন অনেক পুলিশকর্মী। এবার তাঁদের সুস্থ রাখতেই তৈরি হলো সেফ হোম। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ হাসপাতালে শনিবার সেফ হোমের উদ্বোধন করেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

আরও পড়ুন : আবার রক্ত দিয়ে করোনা রোগীর প্রান বাঁচাল কলকাতা পুলিশ

কোনও পুলিশকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে, তিনি যাতে আইসোলেশনে থেকে সঠিকভাবে চিকিতসা পরিষেবা পান, সেই জন্যই চালু হয় সেফ হোম। পুলিশ সুপার জানান, আপাতত কুড়িটি বেড ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকছে ওই হোমে।
সেফ হোম চালু হওয়ায় খুশির হাওয়া পুলিশ মহলে। এক পুলিশ কর্মী জানান, এতে তাঁদের খুবই উপকার হবে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close