জঙ্গিদের টানা জেরায় এনআইএর সাথে এবার কলকাতা পুলিশের এসটিএফ , মুর্শিদাবাদে মিলল গোপন সুড়ঙ্গ

নিজস্ব সংবাদদাতা, সল্টলেক: পশ্চিমবঙ্গ থেকে ধৃত ছয়জন আল কায়দার জঙ্গিকে সল্টলেক এনআইএ অফিসে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দা সংস্থা। আর এরই মধ্যে রবিবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সদস্যদের ঢুকতে দেখা গেল সেই অফিসে। ধৃত ছয়জনের মধ্যে আতিউর রহমান ও নাজমুস শেখ এই দুইজন ছাত্রের ফোন থেকে বেশকিছু নাম্বার পাওয়া গেছে যেগুলি কাশ্মীরের বলে জানা গিয়েছে।
দুই ছাত্রের পাশাপাশি মুর্শিদ হাসান ও আবু সুফিয়ান এই চারজনের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তথ্য উঠে আসছে যে এই চারজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকার লেনদেন করা হয়েছে। এই টাকা কোথা থেকে কোথায় গেছে এবং কাশ্মীরের যে নাম্বারগুলো পাওয়া গেছে তারা কারা এবং তাদের সঙ্গে কি সম্পর্ক, তারা এদের পরিচালনা করত কিনা সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে এনআইএ গোয়েন্দা সংস্থা।
আরো পড়ুন: পশ্চিম মেদিনীপুরে ৯৮টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ
এরই মাঝে রবিবার এনআইএর একটি দল ধৃত জঙ্গি আবু সুফিয়ান মোল্লার বাড়ি থেকে একটি গোপন সুড়ঙ্গ উদ্ধার করে। আর তারপরই উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায় ওই সুড়ঙ্গের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মজুদ রাখার পরিকল্পনা ছিল জঙ্গিদের। তবে কি এরাজ্যেই বড়োসড়ো নাশকতার প্ল্যান ছিল? একের পর এক উদঘাটন হওয়া তথ্য ভাবিয়ে তুলছে তদন্তকারীদের।