এক ঝলকে
ভেস্তে গেল ডাকাতির ছক

নিজস্ব সংবাদদাতা: মোরাদাবাদ থানার পুলিশ এবং এসওজি-র যৌথ অভিযানে ভেস্তে গেল ডাকাতির ছক।এই ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে মোরাদাবাদ থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে পুলিশ দূই লক্ষ টাকার গয়না, নগদ ৪২০০০ টাকা, ৬ টি বন্দুক, ১৩টি রিভলবার, ২ বাক্স কার্তুজ এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করে।
আরো পড়ুন: পুলিশি অভিযানে গ্রেফতার বাইকচোর
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp