সাতসকালে শহরে জোড়া পথ দুর্ঘটনা

নিউজ ডেস্ক: সকালে শহরের দুই জায়গায় পথ দুর্ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে একটি পথ দুর্ঘটনা মৌলালি অপরটি উল্টোডাঙায় হয়। জোড়া দুর্ঘটনাতে মৃত ২।
দুটি পৃথক দুর্ঘটনায় বাসের ধাক্কায় হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । উল্টোডাঙায় জেব্রা ক্রসিং ধরে এক জন মহিলা রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় বেপরোয়া গতিতে আসা ২১১ নং একটি বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই মহিলা। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : প্লাজমা দান,আবার সামনে এল, বিধাননগর ট্রাফিক পুলিশের মানবিক রুপ
অন্যদিকে মৌললিতে বেপরোয়া গতির বলি হলেন বাইক আরোহী।বেপরোয়া গতিতে আসা একটি বাস তাকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই তিনি ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী। বারবার কেন বেপরোয়া গতির বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে সেই নিয়েই উঠছে প্রশ্ন। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ ।