দক্ষিণবঙ্গপূর্ব বর্ধমান
পথ দূর্ঘটনায় মৃত্যু এক মহিলার

নিজস্ব সংবাদদাতা : সাতসকালে পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পালাড় গ্রাম মোড়ে।
জানা গিয়েছে, পালাড় গ্রামের বাসিন্দা সন্ধ্যা মাঝি সোমবার সকালে ভাতারের বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় পাথরবোঝাই ডাম্পার পিষে দেয় ওই মহিলাকে। মৃতের বয়স ৪৫ বছর। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক ডাম্পার ও তার চালককে স্থানীয়রা আটক করেন।
আরো পড়ুন: ত্রি-সাপ্তাহিক লকডাউনে প্রবেশ ইজরায়েলের
পুলিশ দেহ নিয়ে যেতে গেলে প্রথমে স্থানীয়রা বাধা দেয়। পরে পুলিশের তৎপরতায় পুলিশ ডাম্পারটিকে উদ্ধার করে এবং চালককে আটক করে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp