এক ঝলকে
বাইক চুরি চক্রের হদিশ,গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা:গাড়ি চুরির অপরাধে ওড়িশার ২ জনকে গ্রেফতার করল ময়ূরভঞ্জ জেলার বাদশাহী থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে ১১টি মোটর সাইকেল ও ১টি অটোরিকশা, ৩ টি মোবাইল ও নগদ ৪৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন: ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের সাত সদস্যকে বিশেষ সম্মান
যে কোনও বেআইনি চক্রের সন্ধানে কড়া নজর রাখছে পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে এমনই এক বাইক চুরি চক্রের হদিশ পায় পুলিশ। তদন্তে নেমে গ্রেফতার করা হয় ওই দুজনকে।ধৃত ২জনকে জেরা করা হচ্ছে। ঘটনাটির সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে ময়ূরভঞ্জের পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp