এক ঝলকে
গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, চন্ডীগড়: গাড়ি চুরির অপরাধে হরিয়ানার চণ্ডীগড় থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করল। ধৃতদের কাছ থেকে ৯টি মোটর সাইকেল ও ২টি স্কুটার উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে গ্রেফতার ৩ জালনোট প্রস্তুতকারী
পুলিশ সূত্রে জানা গিয়েছে , দু’জন আবর্জনা সংগ্রহকারী ভ্যান চালক, বিপণন কার্যনির্বাহী ও চালকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অশোক কুমার, অজয় কুমার, শচীন ও জতিন্দর। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, ২ জন আবর্জনা সংগ্রহকারী ভ্যান চালক বাড়ি বাড়ি গিয়ে কোন বাড়ি থেকে গাড়ি চুরি করা যায় তা লক্ষ্য করত। পরে সুযোগ বুঝে চুরি করত। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করা হয়েছে। ঘটনাটির সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp