এক ঝলকে
তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার গাঁজা

নিজস্ব সংবাদদাতা : তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হল বিপুল পরিমান গাঁজা।তাও আবার উদ্ধার প্রায় হাজার কেজি গাঁজা।ক্রাইম দলের পুলিশেরা উদ্ধার করল ১ হাজার ৬১৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালানো হয়। বিশেষ অভিযান চালিয়ে ওড়িশার রায়গাদা পুলিশের ক্রাইম দলের পুলিশেরা ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। ওড়িশার রায়গাদায় অভিযান চালিয়ে এই তেলের ট্যাঙ্কারে মজুত করা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। সূত্র মারফত গাঁজা আদান প্রদানের খবর পেয়েই এই অভিযান চালাচ্ছিল পুলিশ।
আরো পড়ুন: অবৈধ কেরোসিন পাচার, গ্রেফতার ৩
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়াবাদে এই গাঁজা গুলি মজুত করে বিহারের পাটনায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওড়িশার রায়গাদায় এগুলি উদ্ধার হয়। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায় নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp