গণধর্ষণ করে খুন, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক : এক নাবালিকাকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে। ধৃতেরা হল রহমান আলি, জামিরুল হক এবং তমিরুল হক।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ১০ আগস্ট সন্ধ্যার পর আচমকাই নিখোঁজ হয়ে যায় বছর ষোলোর ওই কিশোরী। পরের দিন রায়গঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ির ওই কিশোরীর পরিবার অভিযোগ দায়ের করেন থানায়। সি আই দীপজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় 28-30 বছর বয়সী ওই
তিনজনকে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণের কথা কবুল করেছে। ১৫ আগস্ট তাকে খুন করা হয়েছে বলেও স্বীকার করে অভিযুক্তরা। পরে এক ব্যক্তির সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলে দেয়। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন : গতকালের দুর্ঘটনার জের, নাকা চেকিং উল্টোডাঙা হাডকো মোড়ে
মৃতের পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও তৃণমূলের এসটি এসটি ওবিসি সেলের জলপাইগুড়ির জেলা সভাপতি কৃষ্ণ দাস। দোষীদের ফাঁসি দাবি করেন বিধায়ক। দোষীদের কঠোর সাজার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রাও।