
রঘুনাথপুর থানা পুলিশ
নিজস্ব প্রতিনিধি:- বিশ্বনাথ রায় ।পুরুলিয়া: 9 আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের অধিকার বঞ্চিত আদিবাসীরা তাদের অধিকার আদায়ের জন্য এই দিনটি পালন করে আসছে। দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হলো আদিবাসীদের জীবনধারা, মৌলিক অধিকার, মানবাধিকার, আদিবাসী জাতি সমূহের ভাষা ও সংস্কৃতিকে বোঝায় রাখার এই সমাজের মূল লক্ষ্য। তাই পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় প্রশাসনিক ভাবে দিনটির শুভ কর্মসূচি পালন করা হইল। তার এই পাশাপাশি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার উদ্যোগে রঘুনাথপুর কমিউনিটি হলে সঠিক মর্যাদা শহীদ অনুষ্ঠানটি পালন করা হইল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মাননীয় পূর্ণচন্দ্র বাউরি, রঘুনাথপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মন্ডল, রঘুনাথপুর থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp