KOLKATA WEATHER
এক ঝলকেকলকাতাদক্ষিণবঙ্গ

উল্টোডাঙায় ডালমিলের ভেতর থেকে শ্রমিকের দেহ উদ্ধার

নিউজ ডেস্ক: সকাল বেলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উল্টোডাঙার গোড়া পদ সরকার লেনে। ডাল মিলের ভিতর থেকে শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।কারখানা সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নির্দিষ্ট সময়েই ওই ডালমিলে শ্রমিকরা কাজে এসেছিলেন। কারখানা খুলতেই কারখানার ভিতরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।যুবকের শরীরে একাধিক ক্ষত চিহ্ন ছিল সেই সঙ্গে গলায় কাটা দাগ ও ছিল।
এই খবর প্রচার হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।খবর দেওয়া হয় কলকাতা পুলিশের হোমি সাইড শাখাকে।দেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।যদিও এটিকে খুনের ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর মঙ্গলবার বিকেলে কারখানা বন্ধ হওয়া পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি বলেই দাবি শ্রমিকদের। রাতেই ঘটনাটি ঘটেছে বলেই অনুমান পুলিশদের।
মঙ্গলবার ওই এলাকায় একটি পুজো ছিল বলেই স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে। পুজোর আওয়াজে এমন কোনও শব্দ বা আওয়াজ শুনতে পাননি এমনটাই দাবি।তবে কারখানা বন্ধ হওয়া যাওয়ার পরেও রাতে ওই শ্রমিক কারখানায় কি করছিলেন সেই বিষয়েই উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close