সচেতনতা বাড়াতে সাইকেলে দফতরে পুলিশ সুপার
নিউজ ডেস্কঃ এলাকাবাসীকে সচেতন করতে সাইকেলে নিজের দফতরে পৌঁছলেন পুলিশের এক পদস্থ আধিকারিক।স্বাধীনতা দিবসের দিন উর্দি পরিহিত জেলা পুলিশ সুপারকে সাইকেলে চড়ে অফিস যেতে দেখে প্রথমে হকচকিয়ে যান বীরভূমবাসী।
শনিবার, ১৫ অগষ্ট, স্বাধীনতা দিবস। এদিন সাত সকালে সাইকেলে চড়ে পুলিশ সুপার শ্যাম সিংকে নিজের দফতরে যেতে
দেখেন স্থানীয় বাসিন্দারা।সেখানেই পতাকা উত্তোলন করেন তিনি। পরে কাজ শেষ করে বাড়ি ফেরেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বীরভূমবাসীকে শুভেচ্ছাও জানান জেলা পুলিশ সুপার।
আরো পড়ুনঃ স্বাধীনতা দিবসে বর্নাঢ্য প্যারেড দমদম থানায়।
করোনা আবহে যানবাহনে না চড়ে সাইকেলে গন্তব্যে যাওয়াই ভালো বলে মনে করেন চিকিতসকদের একাংশ। পরিবেশ বান্ধব এই যান ব্যবহার করলে একদিকে যেমন করোনা সংক্রমণের আশঙ্কা কমবে, তেমনি কমবে পরিবেশ দূষণও।এই বার্তা দিতেই পুলিশ সুপার স্বয়ং সাইকেলে চড়ে দফতরে যান বলে জানান পুলিশ কর্মীদের একাংশ।