এক ঝলকে
জনসংযোগ কর্মসুচী জম্মু-কাশ্মীর পুলিশের

নিজস্ব সংবাদদাতা, শ্রীনগর: পুলিশ ও সাধারণ মানুষ জনসংযোগ কর্মসূচীর অংশ হিসাবে শনিবার জম্মু-কাশ্মীরের হান্ডওয়ারা পুলিশ থানায় এলাকার নাগরিক সমিতির সঙ্গে বৈঠক করা হল পুলিশের তরফে। সভায় নেতৃত্ব দেন হান্ডওয়ারা থানার স্টেশন হাউস অফিসার। সভায় অংশ নেন স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরাও।
আরও পড়ুন : পুলওয়ামায় বিপুল পরিমাণে মজুত ড্রাগ ধ্বংস করল পুলিশ
এদিন সভার প্রধান উদ্দেশ্যই ছিল করোনা আবহে জনসাধারণকে এবং পুলিশের সঙ্গে সহযোগিতা ও কোভিড সংক্রান্ত গাইডলাইন মেনে চলার আহ্বান জানানো হয়। সবাই উপস্থিত জনগণও তাদের মতামত রাখেন। সকলের সমস্যার কথা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় সংশ্লিষ্ট দফতরের তরফে। এলাকায় অসামাজিক কাজকর্ম রুখতেও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয় সভায় উপস্থিত সদস্যদের।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp