
নিজস্ব সংবাদদাতা: পুলিশ দিবস পালন করা হল পদক ও শংসাপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন এই সংবর্ধনা জানানো হয়। শিলিগুড়ির কমিশনারেটের অন্তর্গত প্রধাননগর থানা এলাকায় আয়োজন করা বৃক্ষরোপন কর্মসূচী। একটি অতিরিক্ত পুলিশ ক্যান্টিনের উদ্বোধন করা হয়।এছাড়াও উদ্বোধন করা হয় এসিপি এপি অফিসের।
আরো পড়ুন: নাদানঘাট থানার নতুন ভবন উদ্বোধনে মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, বেশকিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধাননদর থানাটির উদ্বোধন করেন। এদিন সেই থানার পরিদর্শনে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন আইজি নর্থ বেঙ্গল ও আইএপি নর্থ বেঙ্গল সহ পুলিশের বিভিন্ন শীর্ষআধিকারিকরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp