KOLKATA WEATHER
বীরভূম

শ্রাবণের শেষ সোমবারে মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলা পুলিশ সুপার

নিউজ ডেস্ক,বীরভূম: শ্রাবণ মাসের শেষ সোমবার। অগণিত ভক্তের দল এই সোমবার শিবের মাথায় জল ঢেলে পুজো দিচ্ছেন। সেরকমই বীরভূমের কড়িধ্যা ভুঁইফোড়তলা শিব মন্দিরে শিবের আরাধনায় বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং।
এদিন তিনি শিব মন্দিরে শিবের মাথায় জল অর্পণ করে পুজো দেন। বর্তমান করোনা আবহে বীরভূম জেলার পুলিশকর্মীরা যেন সুরক্ষিত থাকেন, জেলা, রাজ্য তথা দেশ যেন দ্রুত করোনামুক্ত হয় সেই প্রার্থনা করেন।

আরো পড়ুন:  দুর্ঘটনা রুখতে ট্রাফিক গার্ড কার্যালয়ের উদ্বোধন করল নাকাশিপাড়া থানা

প্রসঙ্গত জেলার বেশিরভাগ শিব মন্দির বন্ধ থাকলেও খোলা রয়েছে সিউড়ি ১ নম্বর ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির। তবে মন্দির খোলা থাকলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ভক্তদের।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close