দক্ষিণবঙ্গদঃ ২৪ পরগনা
করোনা আবহে পুলিশ সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ স্টেশন সংস্কার

নিজেস্ব সংবাদদাতা: বুধবার, ১৬ সেপ্টেম্বর ডায়মন্ড হারবার পুলিশ, আইপিএস ডাঃ ভোলা নাথ পান্ডে রবীন্দ্রনগর পুলিশ স্টেশনের সংস্কার সাধন কর্মসূচির উদ্বোধন করলেন। কোভিড -১৯ অতি মারীর কথা মাথায় রেখে ব্যারাক গুলি সংস্কার করা হল।
আরও পড়ুন: পুলিশি তৎপরতায় উদ্ধার ব্যাগ
ব্যারাকগুলিতে থাকার সময় পুলিশকর্মীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন এবং সমস্ত সুরক্ষার নিয়মাবলী অনুসরণ করেন তা নিশ্চিত করার জন্য এই সংস্কার করা হয়েছে। এই বিষয়ে আইপিএস ডাঃ ভোলা নাথ পান্ডে জানান,” কোভিড ১৯ অতিমারীটির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের পুলিশ বাহিনীর সুরক্ষা নিশ্চিত করার জন্য এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা”।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp