পুলিশ দিবসে চুরি যাওয়া জিনিস ফেরত পুলিশের

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান পুলিশ লাইনে আয়োজিত পুলিশ দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ৩০ টি বাইক উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো বর্ধমান জেলা পুলিশ। গত পয়লা সেপ্টেম্বর রাষ্ট্রীয় শোক পালনের জন্য কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
আরো পড়ুন: পুলিশ দিবসে ওয়েলথনেস সেন্টারের উদ্বোধনের ঘোষনা
এদিন পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়। এদিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয় এরমধ্যে মেমারি ভাতার গলসি মঙ্গলকোট ও বর্ধমান সদর থানা অন্তর্গত বিভিন্ন জায়গা ও বর্ধমান সদর থানার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে গত ৫ মাসে চুরি গিয়েছিল এরকম ৩০ টি বাইক। সেগুলিকে উদ্ধার করে পুলিশ সুপারের উপস্থিতিতে গাড়ির প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এদিন।