এক ঝলকেদক্ষিণবঙ্গপঃ মেদিনীপুর
মানসিক ভারসাম্যহীন মহিলাকে ঘরে ফেরাল পুলিশ

নিউজ ডেস্ক: ঘর ছেড়ে চলে এসেছিলেন বছর ২৫ এর মানসিক ভারসাম্যহীন এক যুবতী। সোমবার পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরে গেল সেই যুবতী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ ব্লকের চন্দ্রকোনা রোড এলাকার ঘটনা। সূত্রের খবর, রবিবার ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবতী স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গড়বেতা থানার পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে।
আরও পড়ুন : লকডাউন এর মানবিক মুখ বিপ্লব কর্মকার
পুলিশ তদন্ত করে জানতে পারে ওই মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশীপুরে। এরপরই থানার তরফে পরিবারকে যোগাযোগ করা হলে সোমবার তার পরিবারের লোকেরা থানায় আসে। মানসিক ভারসাম্যহীন ওই মহিলার চিকিৎসাও চলছে বলে জানায় পরিবার। জিজ্ঞাসাবাদ করে তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে ঘরের মেয়ে ঘরে ফিরে পেয়ে খুশি ওই যুবতীর পরিবার।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp