
নিজস্ব সংবাদদাতা: নাবালককে উদ্ধার করল পুলিশ। মালদার রতুয়া এলাকার ঘটনা। শুক্রবার রতুয়া থানার একটি দল ওই নাবালককে উদ্ধার করে। এলাকায় টহল দেওয়ার সময় বাহুড়াল পেট্রোল পাম্পের কাছে ওই নাবালকে দেখতে পায় পুলিশ।
নাবালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বছর ১২ নাবালকটির নাম বাইদুল ফটিক। তার বাড়ি মালদার দামিপুর নমোটোলায়।
আরও পড়ুন: নিয়ম পালনে কড়া প্রয়োজনে মানবিক,লকডাউনে পুলিশের দুই রুপ
পুলিশ সূত্রে খবর, তার বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ছেলেটিকে রতুয়া পুলিশ স্টেশনের চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে রাখা হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp