
নিজস্ব সংবাদদাতা, মালদা: চারটি চোরাই মোটরবাইক সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বাড়ি বৈষ্ণবনগরের সুখপাড়া এলাকায়। শুক্রবার রাতে ওই তিন যুবক মহাদেবপুর এলাকায় চোরাই মোটর বাইক বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল।
আরও পড়ুন: বদলির আগেই সংবর্ধনা আইপিএস অফিসারকে
সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ তাদের গ্রেফতার করে।তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি চোরাই বাইক।শনিবার তাদের মালদা জেলা আদালতে তোলা হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp