কল সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফতার 5

নিজস্ব সংবাদদাতা: ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের। শুক্রবার দুপুরে কলকাতার মানিকতলা থানার এক আধিকারিক হানা দেন টেক রাইস ইআরপি সলিউশনস (ওপিসি) প্রাইভেট লিমিটেড নামে একটি অবৈধ কল সেন্টারে। এই কল সেন্টারের কোনও বৈধ কাগজপত্র নেই। অফিসে 38 টি কম্পিউটার ব্যবহার করা হচ্ছিল। যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সফ্টওয়্যার সুরক্ষা পরিষেবা সরবরাহ করা হচ্ছিল।
সূত্রের খবর, বিনোদ (২২), সাহিল আলম (২১), হেননাত কুমার প্রসাদ (২২), সুমিত পাল (২৫), অঙ্কিত জয়সওয়াল (২২) নামের পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লায়েন্টদের কল করত এবং একটি সফ্টওয়্যার ইনস্টল করার জন্য বলত।
আরও পড়ুন: আদিবাসী অটো চালককে হত্যার জেরে বিক্ষোভ
ন্যূনতম অর্থ প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্থরা যখন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতেন তখন এই কল সেন্টার তাদের ব্যাংক এবং পাসওয়ার্ডের বিশদ পেয়ে যেত। পরে টাকা পয়সা তুলে নিত। অফিসটি সিল করে দিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত।