দক্ষিণবঙ্গদঃ ২৪ পরগনা
চম্পাহাটিতে ব্যাংক ডাকাতি, সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিন ২৪ পরগনার চম্পাহাটিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় দুজন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল পুলিশ। শনিবার চম্পাহাটির একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকে ডাকাতি ও প্রায় ২৫ লক্ষ টাকা লুঠের ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
আরও পড়ুন: অগ্নিমূল্য আনাজ, জলপাইগুড়ির বাজারে হানা পুলিশের
ব্যাংকের বিভিন্ন কর্মী ও নিরাপত্তারক্ষীর বয়ান অনুযায়ী দুই সন্দেহভাজন ব্যক্তির স্কেচ প্রকাশ করা হয়। মঙ্গলবার এই স্কেচ দুটি কলকাতা পুলিশ সহ রাজ্যের বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়। স্কেচ দেখেই ডাকাতির কিনারা করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp