এক ঝলকেকলকাতাদক্ষিণবঙ্গ
প্লাজমা দান,আবার সামনে এল, বিধাননগর ট্রাফিক পুলিশের মানবিক রুপ

কলকাতা: আবার সামনে এলো করোনা যুদ্ধজয়ী পুলিশের এক অনন্য মানবিক রুপ। বিধাননগর কমিশনারেটের লেক টাউন ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার তন্ময় মন্ডল এবং রাজারহাট ট্রাফিক গার্ডের কনস্টেবল রঘুনাথ বেরা, সামনের সারিতে থেকে করোনা যুদ্ধে সামিল হয়েছিলেন। কর্তব্য পালন করতে গিয়ে দুজনেই করোনা সংক্রমণের শিকার হন।
আরও পড়ুন : পারিবারিক অশান্তিতে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কোপ জামাইয়ের
উপযুক্ত চিকিৎসার পর সুস্থ হয়ে তারা ফিরে এসে আবার যোগ দিয়েছিলেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজেই। এরপরই মঙ্গলবার দুজনেই আশঙ্কাজনক আরও অন্য করোনা রোগীদের প্রান বাঁচাতে ভলেন্টিয়ারি রক্ত প্লাজমা দান করলেন। তাদের এই নিঃস্বার্থ প্লাজমা দান প্রসংশিত হয়েছে শহর জুড়ে। ইতিমধ্যেই তাদের এই মহান কাজের জন্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp