কালীপুজোর আগে সচেতনতা বাড়াতে রাস্তায় পুলিশ

নিউজ ডেস্ক: দুদিন পরই কালীপুজো. আর এবারের পুজো একটু অন্যরকম। যত দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারী নির্দেশে এ বছর কালী পুজো হবে বহু সতর্কতা অবলম্বন করে। এ বছর সরকার সমস্ত প্রকার বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তা সত্ত্বেও চলছে লুকিয়ে চুরিয়ে আতশবাজি বিক্রি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামতে হচ্ছে পুলিশকে। শনিবার কালীপুজো. আর তার প্রস্তুতি চলছে জায়গায় জায়গায়. চলছে কেনাকাটা. এর মধ্যেই শিকেয় উঠেছে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে না বাড়ে, সে জন্য রাস্তায় নেমে জনতা কে সতর্ক করছে পুলিশ।
আরও পড়ুন: পুলিশি অভিযানে উদ্ধার ২১ কেজি সোনার বিস্কুট
১১ নভেম্বর কলকাতা পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, “কালীপূজা আসছে, কিন্তু এবারের পূজা হবে একটু অন্যরকম। মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এবারের পূজায় যে কোনরকম বাজী বিক্রি বা ব্যবহার আইনত দণ্ডনীয়। আমরা আশা করব আপনারাও নির্দেশ মেনে চলবেন। আমাদের নজরদারি চলছে।”