KOLKATA WEATHER
কলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ

কর্মক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত পুলিশের ৬ অফিসার

কলকাতা: কর্মক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারত সরকার প্রদত্ত পুলিশ পদকে সম্মানিত হয়েছেন কলকাতা পুলিশের ছয়জন অফিসার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার
প্রদীপ কুমার দাস, স্পেশাল টাস্ক ফোর্স, ইন্সপেক্টর দেবাশীষ দত্ত, ওসি, এন্টালি, স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রকাশ টোপনো, রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর রজত কৃষ্ণান, স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর অর্ঘ্যপ্রভ দাস এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জগবন্ধু সাহা।

এছাড়াও কর্মক্ষেত্রে প্রশংসনীয় দক্ষতার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রদত্ত বিশেষ সম্মান পদকে ভূষিত হয়েছেন মুরলীধর শর্মা, আইপিএস, জয়েন্ট কমিশনার (ক্রাইম) এবং সুধীর কুমার নীলকান্তম, আইপিএস, ডেপুটি কমিশনার (সেন্ট্রাল ডিভিশন)।

আরও পড়ুন: দূর্নীতির বিরুদ্ধে লড়াই, ১৫ বছরে ১৩ বার বদলি হয়েছেন এই মহিলা আইএএস অফিসার

পাশাপাশি, তদন্তে বিরল দক্ষতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পদকে সম্মানিত হয়েছেন কলকাতা পুলিশের সাইবার পুলিশ স্টেশনের দুই ইন্সপেক্টর, ডেনিস অনুপ লাকরা এবং শুক্লা সিনহা রায়।

সোমবার লালবাজারে একটি বিশেষ অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করলেন নগরপাল শ্রী অনুজ শর্মা।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close