দুঃস্থদের পাশে কল্যাণ গ্রুপ, পুলিশের হাত ধরে নতুন কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: ভারত জাকাত মাঝি পরগনা মহলের পরিচালনায় আজ বালুরঘাটে পুলিশ সুপার দেবর্ষী দত্তর হাতে দিয়ে “নো ভাষণ অনলি রেশন” নামক এই কর্মসূচির শুভ সূচনা হল। শুধু বালুরঘাটেই নয়। উত্তর দক্ষিণ দুই দিনাজপুরের প্রতিটি ব্লকেরই আদিবাসী সম্প্রদায়ের অসহায় দুঃস্থ মানুষদের চাল ডাল তেল নুন সহ্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং নতুন কাপড় উপহার দেওয়া হবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে।
ভারত জাকাত মাঝি পরগনা মহলের পরিচালনায় আজ বালুরঘাট হাইস্কুল মাঠে এই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কল্যাণী গ্রূপের তরফে হাজারেরও বেশি অসহায় মানুষের হাতে উপহার সামগ্রীর তুলে দেওয়া হয়। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষী দত্ত সহ আদিবাসী মহলের বিশিষ্টজনেরা।
আরও পড়ুন: ৫ লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার ২
করোনা আবহে গত ছয় মাসেরও বেশি সময় ধরে কল্যাণী গ্রূপের তরফে অসহায় মানুষজনের হাতে নিয়মিত রেশন সামগ্রী বিতরণ চলছে। শুধু তাইই নয়, গ্রুপের তরফে পিছিয়ে পড়া একাধিক গ্রাম দত্তক নিয়ে সেখানকার বাসিন্দাদের খাওয়া পড়ার যাবতীয় দায়িত্বও বহন করে চলেছে। পুজোর আগে এই সাহায্য পেয়ে খুশি আদিবাসী ও দুঃস্থ মানুষজন।