বাজারে বাজারে মাস্ক বিলি পুলিশের

নিউজ ডেস্ক: পুজোর মুখে মাস্ক নিয়ে ফের রাস্তায় রাস্তায় পুলিশ। বিশেষ করে শহরের ব্যস্ত এলাকায় মাস্ক বিলি করলেন পুলিশ কর্মীরা।
দুদিন পরেই ষষ্ঠী। উৎসবের প্রস্তুতি তুঙ্গে। কলকাতার বড় বড় বাজারগুলিতে মানুষের ঢল। সোশ্যাল ডিস্টেনসিংয়ের তোয়াক্কা না করেই চলছে পুজোর কেনাকাটা। কারও মুখে নেই মাস্ক। কারও আবার মাস্ক ঝুলছে থুতনিতে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে জনতাকে সতর্ক করতে মাস্ক হাতে রাস্তায় নামতে হল পুলিশকে।

পুলিশ সূত্রে খবর, মাস্ক নিয়ে এই অভিযান এখন চলবে। পুজোয় মাস্কবিহীন নাগরিকদের প্রতি পুলিশের কঠোর মনোভাবের কোনও পরিবর্তন হবে না। তবে এ ক্ষেত্রে পুলিশ প্রথমে তাঁদের সতর্ক করবে।
আরও পড়ুন: বালিগঞ্জ পুলিশের তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া সামগ্রী
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর ভিড়ে কারও মুখে মাস্ক না-থাকলে তাঁকে প্রথমে অনুরোধ করা হবে। কারও সঙ্গে মাস্ক না-থাকলে স্থানীয় ক্লাব বা পুজো সংগঠকদের কাছ থেকে চেয়ে তাঁর জন্য মাস্কের ব্যবস্থা করার চেষ্টা হবে। কিন্তু কেউ যদি মাস্ক পরার পরামর্শে কর্ণপাত না করেন, তখন তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।