
নিউজ ডেস্ক: দার্জিলিংয়ের গারিধুরা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী তপন দাস জনসাধারণের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন। মারিয়ানাবাড়ি টি এস্টেটের অভাবী লোকদের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি।
আরো পড়ুন: তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড
গান্ধীজী বলেছিলেন,”নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হ’ল নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা”। তার অন্যতম উদাহরণ রাখলেন শ্রী তপন দাস। মানবসেবায় তার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে জানালেন তিনি। এলাকার মানুষ তার কাছে কৃতজ্ঞ এবং তার কাজে ভীষণ খুশি হয়েছেন । দরিদ্র ও অভাবী লোকের পাশে এসে দাঁড়িয়ে তিনি মানবতার এক নতুন দৃষ্টান্ত রাখলেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp