ভবঘুরে মা ও সদ্যোজাত শিশুকে, ঘরে ফেরালো টেকনোসিটি থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা : গত ১৭ই অগাস্ট পুলিশ নিউজে “বিধাননগর পুলিশের মানবিক রূপ” শিরোনামে প্রকাশিত হয়েছিল একটি সংবাদ। ওই দিন রাত ১ টা নাগাদ, ইউনিটেকের কাছে একটি ঝুপড়ি দোকান থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ ভবঘুরে এক মহিলা ও তার সদ্যোজাত পুত্র সন্তানকে উদ্ধার করেছিল। কিন্তু ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ আসার আগেই ওই মহিলা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।পুলিশ এসে তখন তাঁদের দুজনকেই উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিয়েছিল । সেই রাতের ঘটনায় উপস্থিত ছিলেন সহআধিকারিক সৌমিত্র ঘোষ,সাহাবুদ্দিন মন্ডল, সুব্রত বিস্বাস ও মহিলা কন্সটেবল মাম্পি সরকার। তাদেরকে তখন কেবলমাত্র হাসপাতালে ভর্তি করেই খান্ত হয়নি টেকনোসিটি থানার পুলিশ। টেকনোসিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সিকদার এরপরেই উঠে পড়ে খোঁজ চালান ওই ভবঘুরে মহিলার পরিবারকে খুঁজে বের করতে।
আরো পড়ুন: করোনা আক্রান্ত দুজন, নিউটাউনে ফ্ল্যাটে তালা ঝুলালেন অন্য আবাসিক
তদন্ত চালিয়ে অবশেষে তারা জানতে পারে ভবঘুরে মহিলার পরিচয়। তার নাম আবিদা সর্দার, তার বাবার নাম আম্মাদ সর্দার, তাদের বাড়ি দক্ষিন চব্বিশ পরগনার বাসন্তি থানার খেরিয়া গ্রামে। শনিবার টেকনোসিটি থানার তরফে ওই ভবঘুরে মহিলা ও তার সদ্যোজাত সন্তানকে তুলে দেওয়া হল তার বাবামায়ের হাতে। সদ্যোজাত শিশু ও মাকে বাসন্তীতে নিয়ে যাওয়ার জন্যে বিধাননগর মহকুমা হাসপাতালে হাসপাতালের তরফে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিলো।