KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গউঃ ২৪ পরগনা

আইপিএস কামনাশিস সেনকে সংবর্ধনা পুলিশের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিধাননগর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে বিদায় সংবর্ধনা জানানো হলো আইপিএস শ্রী কামনাশিস সেনকে। নিউটাউন এলাকার পুলিশের ডেপুটি কমিশনার পদে আসীন ছিলেন তিনি। আর এইবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পদে যোগদান করছেন তিনি।

আরও পড়ুন: প্রেমিককে খুনের দায়ে গ্রেফতার প্রেমিকা সহ ৩

প্রসঙ্গত, সোমবার রাজ্যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের আটজন আইপিএস এর বদলি করা হয়। মঙ্গলবার বিধান নগর পুলিশ কমিশনারের পুলিশরা আইপিএস কামনাশিস সেনকে পুষ্পস্তবক দিয়ে সংর্ধনা জানান ও আগামীর জন্য শুভ কামনা করেন।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close