এক ঝলকে
পুলিশ দিবসে কোভিড বিজয়ীদের সম্মান

নিজস্ব সংবাদদাতা: কোভিড আবহে সামনের সারিতে দাঁড়িয়ে থেকে তারা যুদ্ধে চালিয়ে গিয়েছেন। পুলিশ দিবসের দিন তাদেরকে সম্মান জানানো হল। মঙ্গলবার রাজ্যজুড়ে পালিত হয়েছে পুলিশদিবস।
আরো পড়ুন: রায়গঞ্জ পুলিশ কর্তৃক প্রথম পুলিশ দিবস উদযাপন
এদিন “পুলিশ দিবস” উদযাপনের সময়, পুলিশ সদস্য যারা কোভিড নাইনটিন ভাইরাসকে পরাজিত করেছিলেন এবং সমাজের সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন, তাদের প্রচেষ্টাকে প্রশংসা করা হয়েছিল। তাদের সকলকে সম্মান জানানো হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp