KOLKATA WEATHER
উত্তরবঙ্গদঃ দিনাজপুর

পুলিশ দিবস উদযাপনে করোনাজয়ী পুলিশকর্মীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুরঃ পুলিশ দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে পুলিশ লাইনে পালিত হওয়া একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করোনা জয়ী পুলিশকর্মীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দিলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম,ডিএসপি ধীমান মিত্র,অমিত পাল, উদয় তামাং, বিনোদ ছেত্রী সহ অন্যান্য পুলিশ অধিকারীক বৃন্দ। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি দুটি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন।

আরও পড়ুন: পুলিশ দিবস পালন কোচবিহারে

জানা গিয়েছে, এই দুটি অ্যাম্বুলেন্স দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বালুরঘাট শহরের মানুষদের সেবায় ২৪*৭ নিয়োজিত থাকবে। পুলিশ দিবসের এই অনুষ্ঠান ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার সকল স্তরের পুলিশ কর্মচারীদের উৎসাহ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close