পুলিশের ডাইরি

”””””””””””””’শরতের গান””””””””””””””
রজনী কাটিলো ওই সমুখে রবি
প্রভাত আনিলো আজি মধুর এ ছবি !
কাশে কাশে দোলাদুলি
বন ফুলে কোলাকুলি
পাখির কুজনে আজি ধরা মোহময়
বাহিরে এসো হে সখা ছাড়িয়া আলয় !
দেখো দেখো ওই সাদা মেঘেদের দল
সুদূরে দিয়াছে পাড়ি কোরে কোলাহল !
মাছরাঙা দেয় ডুব
চারিধার নিশ্চুপ
তারই মাঝে ঝরনারা করে কল কল
বাহিরে এসো হে সখা মুছি আঁখি জল !
ধরণীর শোভা মাঝে একি হিল্লোল
সুশীল মলয় বনে তুলিয়াছে দোল !
শরৎ আসিয়া ডাকে
পল্লবে জুঁই শাঁখে
কেমনে আছো হে সখা রুধিয়াছো দ্বার ?
নয়ন মেলিয়া দেখো সুরূপ তাহার !
এসো এসো সখা হেরি সমুখে পাহাড়
বনসাজে সজ্জিত নাহি ত্বরা আর !
পাহাড়ী বধূর দল
নিজ কাজে অবিচল
তাহাদের কলতানে মুখরিত প্রান
এসো হে সখা শোনো শরতের গান !
হেরিনু কি শোভা আজি নয়নে আমার
খুশীতে ভাসিয়া যায় আজ চারিধার !
প্রকৃতি যে গান গায়
ভাবনারা প্রান চায়,
বিপদ ভুলিয়া করো আকুলিত প্রান
শরৎ আসিয়া সখা করিছে আহ্বান !!
লেখক- তাপস দাস, পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত)