KOLKATA WEATHER
এক ঝলকে

সাইবার ক্রাইম রুখতে বই প্রকাশ গুজরাট পুলিশের

নিউজ ডেস্ক: পুলিশ আধিকারিকদের সাইবার ক্রাইমের জ্ঞান এবং তদন্তে দক্ষতা বাড়াতে এবার বই প্রকাশ করল গুজরাট পুলিশ। রবিবার এই বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন গুজরাটের ডিজিপি।

আরও পড়ুন: সল্টলেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

এদিন গুজরাটের ডিজিপি টুইট করে জানান, “পুলিশ আধিকারিকদের জ্ঞান এবং তদন্ত দক্ষতা বৃদ্ধি করে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য গুজরাট পুলিশের প্রচেষ্টাতে, আজ মাননীয় এস. প্রদীপ সাহ জাদেজা, এমওএস হোমের তরফে আমাদের অফিসারদের লেখা একটি বই চালু করলেন যার নাম “প্র্যাক্টিক্যাল এপ্রোচ টুওয়ার্ডস সাইবার লস এন্ড সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন।” বিভিন্ন রকম সাইবারক্রাইম রুখতে এই বই পুলিশ ও বাকিদের সহায়ক হয়ে উঠবে বলেই জানা গিয়েছে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close