ভাড়াটিয়ার আসবাবপত্র চুরির অভিযোগে গ্রেফতার বাড়িওয়ালা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মাত্র একদিনের ব্যবধানেই ভবানীপুর পালপাড়ার চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।
সূত্রের খবর, যশবিন্দর কৌর (৫০) ভবানীপুর পালপাড়ার বাসিন্দা। সেখানে ভাড়া বাড়িতে থাকেন তিনি। গত ১১ই মে ভাড়া ঘরটির তালা বন্ধ করে রেখে তিনি তার স্থায়ী বাড়িতে যান। সোমবার ফিরে এসে দেখেন বাড়ির রেফ্রিজারেটর, আলমারি সহ সমস্ত আসবাবপত্র চুরি হয়ে গিয়েছে। এরপরই বাড়িওয়ালা এবং তার দুই ছেলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন: ইংরেজবাজার থানার পুলিশের জালে মুরগি লুঠকারী ডাকাত দল
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরে প্রায় আড়াই লাখ টাকার সমস্ত চুরি হওয়া জিনিস উদ্ধার করে বেহালার একটি বাড়ি থেকে। ঘটনায় রিজেন্ট পার্ক থানার পুলিশ গ্রেফতার করে বিশ্বনাথ বিশ্বাস (৫৯), সুদীপ্ত বিশ্বাস (৩১), সুব্রত বিশ্বাস (৩৫ ) নামে ঐ তিন অভিযুক্তকে।