রাখিবন্ধন উপলক্ষে কোভিড যোদ্ধাদেরকে সন্মানিত করলেন নগরপাল

কলকাতা ঃ করোনা পরিস্থিতিতে এই রাজ্যের পুলিশ দিনরাত ২৪ ঘন্টা কাজে ঝাপিয়ে পড়েছিলো। সামাজিক সকল ধরণের কাজেই ডাক পরেছিলো পুলিসেরই। একেবারে সামনে থেকে লড়াই করতে হয়েছে তাদেরকে। এরই ফলস্বরূপ করোনা সংক্রমিত হয়েছিলেন অনেক পুলিসকমীরাই। সংক্রমিত পুলিশ কর্মীদের দ্রুততার সঙ্গে আলাদা করে দিয়ে, তাদের চিকিৎসার ব্যাবস্থা করে ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধিকারিকেরা । এমনকী তাঁদের সংস্পর্শে আসা সবাইকে দ্রুত চিহ্নিত করে করেন্তাইন করে ছিল এই কমিশনারেট ।
এ ছাড়া এই সম্পুর্ন ব্যাবস্থা পরিচালনার জন্যে তৈরী করা হয়েছিল সিনিয়র আধিকারিকদের নিয়ে এক বিশেষ টিম, যাঁদের কাজই ছিল এটা নজরদারি ও পরিচালনা করা । এরপর বেশীরভাগ আক্রান্ত পুলিশ কর্মী ও অধিকারিকরা ধীরে ধীরে সুস্থ্য হয়ে ওঠেন ও পূনরায় ডিউটিতে যোগদান করেন এবং আবারও ঝাঁপিয়ে পড়েন করোনার বিরুদ্ধে সাধারন মানুষকে সুরখ্যা প্রদান করতে । সেই সকল কোরোনা যোদ্ধাদের আজ রাখী বন্ধনের শুভদিনে সন্মানিত করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । তাঁদের হাতে মেডেল,পুস্পস্তবক , মিস্টি ও রাখী তুলে দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল শ্রী মনোজ বার্মা । ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসে আজ এক সাধারন অনুষ্ঠানের মাধ্যমে কোরোনা যোদ্ধাদের এই মেডেল প্রদান অনুষ্ঠানে, নগরপাল ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পদস্ত আধিকারিকেরাও ।