কলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ
চিংড়িঘাটায় পুলিশের অ্যাসিস্ট্যান্স বুথ

পুলিশ নিউজ ডেস্ক: চিংড়িঘাটায় স্টেট অফ দ্য আর্ট ট্রাফিক কিওস্ক এবং সহায়তা বুথ স্থাপনের জন্য সোমবার এলাকা পরিদর্শন করলেন বিধাননগর ট্রাফিক পুলিশের ডিসিপি এবং অন্য আধিকারিকরা।
আরও পড়ুন: ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২
পরিদর্শনের সময় ছিলেন নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির সদস্যরা। চিংড়িঘাটা মোড় ফ্লাইওভার সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তাঁরা। পথে যে কোনও সাহায্যের জন্য আগামী দিনে ওই অ্যাসিস্ট্যান্স বুথের সাহায্য নিতে পারবেন পথচারীরা। পাশাপাশি এলাকায় ছোটখাটো কোনও অপরাধ রুখতেও সুবিধা হবে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp