আলিপুরদুয়ার
পুলিশের অভিযানে সেগুন গাছ সহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার: পুলিশি অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকা মূল্যের সেগুন গাছের লক। গ্রেফতার করা হয়েছে দুজনকে। বনদপ্তর ও বীরপাড়া থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
আরো পড়ুন: ‘নির্মলযান’এর উদ্বোধন বীরভূমে
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে বনদপ্তরের রেতি বীটের বনকর্মী ও বীরপাড়া থানার পুলিশ সরুগাঁও বস্তি এলাকায় অভিযান চালায়। সেখানে লক্ষাধিক টাকা মূল্যের টিক গাছের লক সহ দুজনকে গ্ৰেফতার করা হয়।
অভিযান চালিয়ে নয়টি টিক গাছের লক বোঝাই একটি পিক আপ ভ্যান আটক করা হয় । গাড়িতে থাকা দুজন কাঠের বৈধ কাগজপত্র দেখাতে অক্ষম হয়। কাঠ বনদপ্তর উদ্ধার করে এবং এই দুজনকে গ্ৰেফতার করে ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp