এক ঝলকে
পুলিশের জালে আটক মাদক পাচারকারী

নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরার পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হল মাদক। মাদক সহ গ্রেফতার ১। বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর টিজি রোড এলাকায় মাদক সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর টি জি রোড এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে থাকেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: করোনায় সচেতন করতে পুলিশের উদ্যোগ
তা দেখে পরে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করায় উদ্ধার হয় ২০,০০০ এসপি প্লাস (স্পাসমো প্রক্সি ভন প্লাস) ক্যাপসুল। মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।তবে কেন বা কোথায় তিনি এই মাদক পাচার করছিলেন তা এখনও জানা সম্ভব হয়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp