এক ঝলকে
লাভ জিহাদ মামলায় তৎপর পুলিশ, গঠন SIT

নিজস্ব সংবাদদাতা: লাভ জিহাদ মামলায় তৎপর কানপুর পুলিশ। তদন্ত কে আরও গভীরে নিয়ে যেতেই গঠন করা হল SIT।
এই মামলার পিছনে কোনও বড়ো চক্র বা সংস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রশাসনের উদ্যোগে এই স্পেশাল টিমটিকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই জাতীয় মামলার তদন্ত।
আরও পড়ুন: ট্রাফিক সিগন্যাল ভেঙে ছিনতাই করা ব্যাগ উদ্ধার,সন্মানিত ২ যুবক
কোনও উপসাগরীয় দেশ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে এই স্পেশ্যাল টিম। এছাড়াও মামলার সঙ্গে যুক্ত অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও তাদের আওতায় রয়েছে বলেই সূত্রের খবর ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp