২ মাসের শিশুকে অপহরণ, ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ

নিউজ ডেস্ক: অপহরণ করার 24 ঘন্টার মধ্যেই উদ্ধার 2 মাস বয়সী শিশুকন্যা. হায়দ্রাবাদ শহরের ঘটনা. ফালাকনুমা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ. অভিযুক্ত মহিলার বোনও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হল, সৈয়দ সাহিল, তার স্ত্রী জাবিন ফাতিমা এবং তার বোন ফাতিমা। সকলেই ভট্টেপলির বাসিন্দা।
অপহরণের ছ ঘণ্টার মধ্যে হায়দরাবাদ পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িত এক ব্যক্তি, তার স্ত্রী ও শ্যালককেও ফালাকনুমা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি সুস্থ.তাকে তার বাবা-মার হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, তিন অভিযুক্ত ফারুকনগর বাস স্টেশনের পাশের ফুটপাতে ঘুমন্ত অবস্থায় দুই মাস বয়সী শিশুটিকে অপহরণ করে। ফালকনুমার এসএইচও আর দেবেনদার জানান, “দুপুর ২ টার দিকে তিনজন একটি অটোরিকশায় এসে মেয়েটিকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় তার বাবা-মা ঘুমাচ্ছিলেন। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা।
আরও পড়ুন: গুলি করে কিশোরকে খুন
শিশুটির সন্ধানে পুলিশের তিনটি দল গঠন করা হয়েছিল। একটি দল তত্ক্ষণাত্ এলাকায় সিসিটিভি ক্যামেরা ফুটেজটি পরীক্ষা করে অটোরিকশাটি ট্র্যাক করে। পরে সন্দেহভাজনদের বাড়ি শনাক্ত করা হয়. উদ্ধার করা হয় শিশুটিকে।