এক ঝলকে
পুলিশি অভিযানে উদ্ধার ২০ কেজি মেফেড্রোন, গ্রেফতার ৫

নিউজ ডেস্ক: মহারাষ্ট্র পুলিশের বড়সড় সাফল্য। মহারাষ্ট্রের পিমপ্রি চিনাওয়াদে অভিযান চালিয়ে উদ্ধার ২০ কেজি মেফেড্রোন বা মীউ মীউ ড্রাগ। গ্রেফতার ৫ জন পাচারকারী।
পিম্পরি চিনাওয়াদ পুলিশ কমিশনার কৃষ্ণ প্রকাশ বলেন, “বুধবার দুপুরে অ্যান্টি নারকোটিক্স সেলের আধিকারিকরা খবর পায় একটি নির্দিষ্ট রুটে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্য আনার সম্ভাবনা আছে। সেইমত একটি দল মোতায়েন করা হয়েছিল।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে বেটিং চক্রের হদিস, গ্রেফতার ৪
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, চকান শিকরাপুর রোডের ওপর পিম্পলগাঁও গ্রামের কাছে একটি গাড়ি আটক করা হয়। গাড়িটি তল্লাশি করতে গিয়ে ২০ কোটি টাকা মূল্যের প্রায় ২০ কেজি মেফেড্রোন বা মীউ মীউ ড্রাগ উদ্ধার হয়।” উদ্ধার হওয়া ড্রাগ বাজেযাপ্ত করেছে পুলিশ। মাদক সহ ৫ জন পাচারকারীকেও হাতেনাতে গ্রেফতার করে চিনাওয়াদ পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp