KOLKATA WEATHER
এক ঝলকে

সাংসদকে হুমকি ফোন, গ্রেফতার কঙ্গনার ফ্যান

নিজস্ব সংবাদদাতা: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতার এক বাসিন্দাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। শুক্রবার আলিপুর আদালতে পেশ করে তাকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, পেশায় জিম ইন্সট্রাক্টর পলাশ বসুকে টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বছর চল্লিশের পলাশ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল প্রযুক্তি ব্যবহার করে সঞ্জয়ের মোবাইলে হুমকি দেন বলে অভিযোগ। মুম্বই পুলিশের দাবি, ২ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ফোন এসেছিল সাংসদের কাছে। সেই আইপি এড্রেস থেকে পলাশকে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু কমান্ডিং অফিসার সহ 3 পুলিশ কর্মীর

তাদের দাবি, অভিযুক্ত কঙ্গনা রানাউতের ভক্ত। সেই জন্যই সে এ কাজ করেছে। পলাশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে পুলিশ।
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পলাশের পরিবার। তার মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
মুম্বই পুলিশ সূত্রের খবর, পলাশকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেই জন্যই তাকে ট্রানজিট রিমান্ডে নিতে চাইছে পুলিশ।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close