পাঁশকুড়া গ্রেফতার চোরের দল, সাফল্য পুলিশের

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ক্রমাগত বাড়তে থাকা চুরির উপদ্রবে ঘুম উড়ে গিয়েছিল পুলিশ প্রশাসনের। অবশেষে তদন্তে নেমে কিছুটা হলেও স্বস্তিতে পুলিশ। পূর্বে পাঁশকুড়া থানার অদূরে ছয় নম্বর জাতীয় সড়কে উড়িষ্যা যাওয়ার পথে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে। দুজনকে গ্রেফতার করে পুলিশ। ১৬ই আগস্ট আরো একটি চুরির ঘটনায় একজন গ্রেফতার হয়। এরপর তদন্তে নেবে গত বৃহস্পতিবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : বর্ধমানে আশ্রয়হীন পরিবারের সাহায্যে এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক, পুলিশ ও প্রশাসন
এখনো পর্যন্ত ৩৮ টি মোবাইল এবং চারটি পাসপোর্ট ও চারটি ব্যাংকের পাসবই উদ্ধার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনায় ছয় জনের একটি দলকে গ্রেফতার করেছে পুলিশ। সকলেই স্থানীয় বাসিন্দা। বারবার একাধিক চুরির অভিযোগ আসতে থাকে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার অ্যাডিশনাল এসপি এমএম হাসান। তবে চুরির ঘটনায় তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ।