এক ঝলকে
ডাকাত দলকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ

নিজস্ব সংবাদদাতা, ওড়িশা: ওড়িশার বারগড় ও বুরলা অঞ্চলে ডাকাতির ঘটনার কিনারা করল ওড়িশা পুলিশ।
সূত্রের খবর, হাইওয়েতে ডাকাতির ১১টি অভিযোগের সঙ্গে যুক্ত ছিল এই ডাকাতির দল। চার চাকার চুরিরও অভিযোগ ছিল এদের নামে। অবশেষে বৃহস্পতিবার ডাকাত দলটিকে হাতেনাতে ধরে ফেলে বারগড় থানার পুলিশের একটি দল। সমস্ত খোয়া যাওয়া সামগ্রী পুনরুদ্ধার করেছে পুলিশ। পুলিশের এই কাজ সত্যিই প্রশংসনীয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp