KOLKATA WEATHER
এক ঝলকে

সিআইএসএফ এর নামে ভুঁয়ো আইডি দেখিয়ে জালিয়াতির অভিযোগ

পুলিশ নিউজ ডেস্ক: সিআইএসএফ এর নামে ভুঁয়ো আইডি কার্ড দেখিয়ে টাকা জালিয়াতির অভিযোগ। অনলাইনে বিভিন্ন অসদুপায়ে কিছু ব্যক্তি এই কাজ করে চলেছে বলে জানায় সিআইএসএফ। অনলাইনে জিনিসপত্র বিক্রির নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: নকশাল হামলায় শহীদ ১ জওয়ান 

এই পরিপ্রেক্ষিতে শুক্রবারে ভুঁয়ো আইডি কার্ড দেখিয়ে যেকোনো রকম অর্থ সংক্রান্ত চুক্তি বা ট্রানজাকশন করার আগে সাবধান থাকতে নিজেদের টুইটার হ্যান্ডেলে জানায় সিআইএসএফ। একই সাথে এরকম কোন ঘটনা ঘটলে স্থানীয় পুলিশ থানায় অভিযোগ জানানোর নির্দেশও দেন তাঁরা।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close