দিল্লি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

নিউজ ডেস্ক : বেআইনি অস্ত্র এবং গোলাবারুদ রাখার অপরাধে রবিবার নয়াদিল্লি থেকে গ্রেফতার হয় এক ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বছর ৩৪ এর অভিযুক্তের নাম অশোক কুমার। উত্তরপ্রদেশের মথুরা জেলার বাসিন্দা অশোক। আটটি কার্তুজ সহ পাঁচটি দেশীয় পিস্তল উদ্ধার হয় তার কাছ থেকে।
শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে তুঘলকাবাদ দুর্গের নিকটে এমবি রোডে থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আলিগড়ের অন্য অপরাধীদের অবৈধ অস্ত্র সহ গোলাবারুদের চালান করছিল অভিযুক্ত । সেই মতই ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: রাজারহাট থানার উদ্যোগে দুর্গাপূজা সমন্বয় সভা
এদিন পুলিশ জেলা প্রশাসক অতুল কুমার ঠাকুর বলেছেন, উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে আগ্নেয়াস্ত্র পাচার রোধে একটি গোয়েন্দা পুলিশ দল গঠন করা হয়। যারা এই সম্পর্কিত সমস্ত তথ্য সরবরাহ করবে। এদিন পুলিশেরা অশোককে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে কুমার বলেন যে তিনি আগে কৃষিকাজ করতেন। পরে তার মামা মারা যাওয়ার পর থেকেই স্থানীয় অপরাধীদের সংস্পর্শে আসে । জেরার পর অভিযুক্ত জানায় যে গত এক বছর ধরে সে দিল্লি এনসিআরের অপরাধীদের অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করেছিলেন।