KOLKATA WEATHER
এক ঝলকে

ওড়িশায় পুলিশ-মাওবাদী সংঘর্ষে শহীদ ২ জওয়ান

নিজস্ব সংবাদদাতা, ১০ই সেপ্টেম্বর: ওড়িশার কালাহান্ডি ও অন্ধ্রের কান্ধামাল সীমান্তে পুলিশ ও মাওবাদী সংঘর্ষে গুলিবর্ষণে বৃহস্পতিবার শহীদ হলেন দুই জওয়ান। শহীদ হন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা সুধীর কুমার টুডু (২৮) ও আংগুল জেলার দেবাশীষ শেঠি (২৭)। এদিন স্থানীয় ডিজিপি সহ ওড়িশা পুলিশ শহীদদের শেষযাত্রায় শ্রদ্ধা জানান। সামিল হয়েছিলেন বহু সাধারণ মানুষও।

আরও পড়ুনব্যবসায়ী প্রতারণার দায়ে গ্রেফতার ৭

এদিকে পুলিশি অভিযানে নিহত হয় পাঁচ মাওবাদী। তাদের মধ্যে চারজনই মহিলা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মাওবাদীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় পুলিশ। দুটি স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার ফোর্স অভিযানে অংশ নেয়।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close