KOLKATA WEATHER
উঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ

উবের চালকদের নিয়ে করোনা সচেতনতামূলক শিবির

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর :-পুজোর আগে উবের চালকদের সচেতন করতে সচেতনতা শিবির আয়োজিত হল| করোনা আবহে উবের চালকরা কি করবেন কি করবেন না, এই ছিল শিবিরের মূল আলোচ্য বিষয়। নিউটাউনের রবীন্দ্রতীর্থে মঙ্গলবার এই শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ|

সচেতনতা শিবিরে আলোচ্য বিষয় ছিল করোনা অতিমারী পরিস্থিতিতে কি কি করনীয় উবের চালকদের। গাড়িতে রাখতে হবে ফেস মাক্স যেটা চালক পরে থাকবেন| হ্যান্ড স্যানিটাইজার ও ডিস ইনফেক্টেড, প্রতিনিয়ত হাত স্যানিটাইজার করতে হবে। গাড়িও প্রতিদিন স্যানিটাইজ করতে হবে, যাত্রী ওঠার আগে।
মূলত যে জায়গাগুলো বেশি ব্যবহার হয়, যেমন স্টিয়ারিং সিট ,সিট বেল্ট, ডোর লক, ডোর হ্যান্ডেল পিছনের ডিকির লক।
মহিলা যাত্রীদের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকতে হবে। তাদের সঙ্গে ভদ্র ভাবে কথা বলতে হবে। এই সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো হয়।

আরও পড়ুন: ডাকাতির চেষ্টা রুখল পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিধাননগর ডিসি ট্রাফিক ধৃতিমান সরকার, এসিপি ট্রাফিক সমবৃতি চক্রবর্তী, বিধাননগর বিভিন্ন ট্রাফিক ইন্সপেক্টর,উবের আধিকারিক ও উবের চালকরা। সমস্ত স্বাস্থ্য বিধি মেনে এই অনুষ্ঠান করা হয়। এর পাশাপাশি রাস্তায় কিভাবে গাড়ি চালাবেন সেই নিয়ে নানা ধরনের ভিডিওও দেখানো হয়। সতর্কতামুলক বার্তা হিসেবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা অভিনীত একটি ভিডিওও উবেরচালকদের দেখানো হয়।
বিধাননগর ডিসি ট্রাফিক ধৃতিমান সরকার জানান “পুজোর সময় কোনও মহিলা যাত্রী যদি কোনও অভিযোগ করেন, তবে চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close