
এবার থেকে মাক্স না পড়ে মন্দির নগরী নবদ্বীপের কোন বাজার দোকান থেকে আর প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন না ক্রেতারা। বুধবার দুপুরে নবদ্বীপ লায়ন্স ক্লাবের উদ্যোগে ও নবদ্বীপ থানার সহযোগিতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার সহ প্রতিটি দোকানের বাইরে “নো মাক্স নো সেল” এর পোস্টার লাগিয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
দোকানে মাক্স না পড়ে আসা ক্রেতাদের দ্রব্যাদি বিক্রয় না করার অনুরোধ জানানো হয় পুলিশ ও লায়ন্স ক্লাব সদস্যদের পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভয়াবহ এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করে তুলতে নবদ্বীপ লায়ন্স ক্লাব সহ নবদ্বীপ পুলিশের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। করোনা রুখতে এই অভিনব প্রয়াস সত্যিই প্রশংসিত হচ্ছে। করোনার বিরুদ্ধে আমাদের সবাইকেই সমান ভাবে সহযোগিতা করতে হবে – এই কথাই আমাদের মনে রাখতে হবে।